GREATER FARIDPUR ASSOCIATION OF CANADA
গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডা
গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডা
গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়ঃ
Place- 3030 Danforth Ave, Toronto, Canada
১৪ই ডিসেম্বার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়।
3030 Danforth Ave Toronto তে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম দর্শকদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছিল, অনেকে আহত হয়েছিল।
বক্তব্যে তাদের কথা স্মরন করেন এবং তাদের আত্নার মাগফিরাত কামনা করেন।
সভাপতি জনাব ইউসুফ শেখ স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবসের তাৎপর্য ও সংগঠনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সহ সভাপতি জনাব শহিদুল ইসলাম সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করেন।
অর্থ সম্পাদক বিপুল দেবনাথ সকলের শান্তি কামনা করে পবিত্র গীতা পাঠ করেন।
অনুষ্ঠান সুন্দর সাবলীলভাবে উপস্থাপনা করেন কনভেনর ও যুগ্ম সাধারণ সম্পাদক বিল্পব চৌধুরি ।
সন্মানিত তিনজন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আব্দুস ছালাম এবং ডঃ সামাদ হাওলাদার কে ফুলের তোড়া দিয়ে সন্মানিত করেন রুবিয়া সুলতানা, সাদিয়া শারমিন খান ও সামিনা আকতার।
অসুস্থ থেকেও অনুষ্ঠানে উপস্থিত হওায়ার জন্য সংগঠনের পক্ষ থেকে শিরিন বেগম কে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা জিনাত হোসাইন (মৌসুমী) ।
বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজিবী দিবস নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা
জনাব আব্দুস ছালাম,বীর মুক্তিযুদ্ধা ডঃ সামাদ হাওলাদার, সহ সভাপতি জনাব ইমাম হোসেন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নওশের আলী, বিশিস্ট সমাজ সেবিকা কমিউনিটির পরিচিত মূখ জানু আপা ও সংগঠনের সদস্য মোঃ মাসুদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে হল ভর্তি দর্শককে মাতিয়ে রেখেছিলেন পিওনা বিশ্বাস, ফিরোজ সেখ। ইউসুফ সেখ এর গানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ইউসুফ সেখ।
শুরু থেকে শেষ পর্যন্ত চা ও পিয়াজোর ব্যাবস্থা ছিল। সব শেষে ডিনারের আয়োজন ছিল আকর্ষণীয় ও অত্যন্ত মজাদার।
আলোচনা, সাংস্কৃতিক এবং ডিনার এই তিনটি পর্বে অনুষ্ঠান কে সাজানো হয়েছিল ।
3030 Danforth Ave Toronto তে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম দর্শকদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছিল, অনেকে আহত হয়েছিল।
বক্তব্যে তাদের কথা স্মরন করেন এবং তাদের আত্নার মাগফিরাত কামনা করেন।
সভাপতি জনাব ইউসুফ শেখ স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবসের তাৎপর্য ও সংগঠনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সহ সভাপতি জনাব শহিদুল ইসলাম সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করেন।
অর্থ সম্পাদক বিপুল দেবনাথ সকলের শান্তি কামনা করে পবিত্র গীতা পাঠ করেন।
অনুষ্ঠান সুন্দর সাবলীলভাবে উপস্থাপনা করেন কনভেনর ও যুগ্ম সাধারণ সম্পাদক বিল্পব চৌধুরি ।
সন্মানিত তিনজন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আব্দুস ছালাম এবং ডঃ সামাদ হাওলাদার কে ফুলের তোড়া দিয়ে সন্মানিত করেন রুবিয়া সুলতানা, সাদিয়া শারমিন খান ও সামিনা আকতার।
অসুস্থ থেকেও অনুষ্ঠানে উপস্থিত হওায়ার জন্য সংগঠনের পক্ষ থেকে শিরিন বেগম কে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা জিনাত হোসাইন (মৌসুমী) ।
বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজিবী দিবস নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা
জনাব আব্দুস ছালাম,বীর মুক্তিযুদ্ধা ডঃ সামাদ হাওলাদার, সহ সভাপতি জনাব ইমাম হোসেন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নওশের আলী, বিশিস্ট সমাজ সেবিকা কমিউনিটির পরিচিত মূখ জানু আপা ও সংগঠনের সদস্য মোঃ মাসুদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে হল ভর্তি দর্শককে মাতিয়ে রেখেছিলেন পিওনা বিশ্বাস, ফিরোজ সেখ। ইউসুফ সেখ এর গানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ইউসুফ সেখ।
শুরু থেকে শেষ পর্যন্ত চা ও পিয়াজোর ব্যাবস্থা ছিল। সব শেষে ডিনারের আয়োজন ছিল আকর্ষণীয় ও অত্যন্ত মজাদার।
আলোচনা, সাংস্কৃতিক এবং ডিনার এই তিনটি পর্বে অনুষ্ঠান কে সাজানো হয়েছিল ।
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল কে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান-
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাওলাদার কে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান-
বাংলাদেশের কৃতি সন্তান এম পি পি ডলি বেগম কে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান-
বিজয় দিবস ২০২২ উদযাপনের কিছু চিত্রঃ
গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন আয়োজিত ২০২২ পিকনিকে অংশ গ্রহণকারী সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আপনাদের সবাইকে সারাদিনের জন্য আমাদের মাঝে পেয়ে আমরা অনেক আনন্দিত। সকলের উপচে পরা উপস্থিতি আয়োজকদেরকে মুগ্ধ করেছে।
সংগঠনের প্রেসিডেন্ট ইউসুফ সেখ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পিকনিক কনভেনার সহিদুল ইসলাম, যুগ্ন কনভেনার মাশাউর রাহমান, মতিন মুনশি, বিপ্লব চৌধুরী, বিপুল দেবনাথ, মশিউর রহমান, রেজা সাত্তার, ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল, মুহাম্মদ শাওন (রিয়েল্টর), জহুরুল হক সহ সকলের মাসব্যাপি সময় প্রদানসহ অন্যান্য সকল সহযোগিতা করার জন্য এমন আয়োজন সম্ভব হয়েছে।
পিকনিক স্পটে ভলান্টিয়ার দের মধ্যে শাহিন হায়দার, রোকেয়া পারভিন, সাহিদা বেগম, রাফেজা, হাবিব, সাইমা, হুমাইরা, মৌসুমি হোসেন, মমিন খান এর নাম উল্লেখযোগ্য। সারাদিন ব্যাপী রাফেজা বেগম এর চা সরবরাহ ছিল সবাইকে অবাক করার মত।
কয়েকজন উপদেষ্টার উপস্থিতি এবং সহযোগিতা বরাবরের মত এবারেও সবাইকে কে কাজে উদবুদ্ধ করেছে।
আব্দুল হালিম মিয়া পিকনিকে উপস্থিত কিডসদের জন্য পিজ্জা সরবরাহ করা সহ সারাদিনের সকল গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করে বর্তমান কমিটিকে সহযোগিতা করেছেন।
শহিদুল ইসলাম মিন্টু (উপদেষ্টা) শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ দিয়ে,পত্রিকায় প্রচারে সহযোগিতা করে এবং অর্থনৈতিক সহ অন্যান্য বিষয়ে আমাদের পাশে থেকে আয়োজকদের উপকৃত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল সংগঠনের জন্য নিবেদিত প্রান। তাকে পাশে পেয়ে এসোসিয়েশনের নেতৃবৃন্দ কাজে অনুপ্রেরনা পায়।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাওলাদার কে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট দিতে পেরে সংগঠনের কর্মকর্তারা নিজেদেরকে গর্বিত মনে করেছেন। কমুনিটি এবং এসোসিয়েশনের কাজে যাদের অবদান আছে তাদেরকে সম্মান দেখানো অব্যাহত থাকবে বলে সভাপতি ঘোষণা দিয়েছেন।
সবাই অনেক আনন্দ করেছে একথা সত্য কিন্তু সদস্যরা অনেক একটিভ কর্মীদের কে মিস ও করেছেন। পরবর্তী কোন প্রোগ্রামে তাদেরকে মিস করবেন না এটা সকলের আশা।
সংগঠনের সবার প্রতি শুভ কামনা রইল।
শিগ্রই দেখা হবে আবার কোন আয়োজনে ততক্ষন পর্যন্ত সবাই ভাল থাকবেন।
সংগঠনের প্রেসিডেন্ট ইউসুফ সেখ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পিকনিক কনভেনার সহিদুল ইসলাম, যুগ্ন কনভেনার মাশাউর রাহমান, মতিন মুনশি, বিপ্লব চৌধুরী, বিপুল দেবনাথ, মশিউর রহমান, রেজা সাত্তার, ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল, মুহাম্মদ শাওন (রিয়েল্টর), জহুরুল হক সহ সকলের মাসব্যাপি সময় প্রদানসহ অন্যান্য সকল সহযোগিতা করার জন্য এমন আয়োজন সম্ভব হয়েছে।
পিকনিক স্পটে ভলান্টিয়ার দের মধ্যে শাহিন হায়দার, রোকেয়া পারভিন, সাহিদা বেগম, রাফেজা, হাবিব, সাইমা, হুমাইরা, মৌসুমি হোসেন, মমিন খান এর নাম উল্লেখযোগ্য। সারাদিন ব্যাপী রাফেজা বেগম এর চা সরবরাহ ছিল সবাইকে অবাক করার মত।
কয়েকজন উপদেষ্টার উপস্থিতি এবং সহযোগিতা বরাবরের মত এবারেও সবাইকে কে কাজে উদবুদ্ধ করেছে।
আব্দুল হালিম মিয়া পিকনিকে উপস্থিত কিডসদের জন্য পিজ্জা সরবরাহ করা সহ সারাদিনের সকল গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করে বর্তমান কমিটিকে সহযোগিতা করেছেন।
শহিদুল ইসলাম মিন্টু (উপদেষ্টা) শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ দিয়ে,পত্রিকায় প্রচারে সহযোগিতা করে এবং অর্থনৈতিক সহ অন্যান্য বিষয়ে আমাদের পাশে থেকে আয়োজকদের উপকৃত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল সংগঠনের জন্য নিবেদিত প্রান। তাকে পাশে পেয়ে এসোসিয়েশনের নেতৃবৃন্দ কাজে অনুপ্রেরনা পায়।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাওলাদার কে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট দিতে পেরে সংগঠনের কর্মকর্তারা নিজেদেরকে গর্বিত মনে করেছেন। কমুনিটি এবং এসোসিয়েশনের কাজে যাদের অবদান আছে তাদেরকে সম্মান দেখানো অব্যাহত থাকবে বলে সভাপতি ঘোষণা দিয়েছেন।
সবাই অনেক আনন্দ করেছে একথা সত্য কিন্তু সদস্যরা অনেক একটিভ কর্মীদের কে মিস ও করেছেন। পরবর্তী কোন প্রোগ্রামে তাদেরকে মিস করবেন না এটা সকলের আশা।
সংগঠনের সবার প্রতি শুভ কামনা রইল।
শিগ্রই দেখা হবে আবার কোন আয়োজনে ততক্ষন পর্যন্ত সবাই ভাল থাকবেন।
Our Next immediate events and activities are:
1. Seminar
২. Greater Faridpur Night, Family Gathering and Cultural program.
-Updated on June 28, 2022
Iftar Party, 2022
Finally, We made our day at the Iftar Party on April 16, 2022 at Nan Kebab Restaurant, Scarborough.
It was a wonderful moment for us!
We would like to convey our sincere gratitude to all of the Members of Greater Faridpur Association of Canada who accepted our request and attended yesterday’s iftar party on such short notice.
Hope, we will remain united to serve our community more effectively and efficiently, better than ever before!
We missed so many members and our well wishers in this event. Hope we all will meet in our next big annual Picnic on July 30, 2022.
Wishing all the best for our Members and well wishers. Please visit our web link
http://greaterfaridpur.ca/events.html
and stay with http://greaterfaridpur.ca/index.html
Thanks.
Yousuf Mohammed Shaikh (President, GFA of Canada)
Sirajul Islam (General Secretary, GFA of Canada)
Finally, We made our day at the Iftar Party on April 16, 2022 at Nan Kebab Restaurant, Scarborough.
It was a wonderful moment for us!
We would like to convey our sincere gratitude to all of the Members of Greater Faridpur Association of Canada who accepted our request and attended yesterday’s iftar party on such short notice.
Hope, we will remain united to serve our community more effectively and efficiently, better than ever before!
We missed so many members and our well wishers in this event. Hope we all will meet in our next big annual Picnic on July 30, 2022.
Wishing all the best for our Members and well wishers. Please visit our web link
http://greaterfaridpur.ca/events.html
and stay with http://greaterfaridpur.ca/index.html
Thanks.
Yousuf Mohammed Shaikh (President, GFA of Canada)
Sirajul Islam (General Secretary, GFA of Canada)
নবনির্বাচিত কমিটির সভা
১৩ নভেম্বর, ২০২১ গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার নবনির্বাচিত কমিটির প্রথম সভা টরোন্টর ৯৪ আগস্ট রোডে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইউসুফ মোহাম্মদ শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সভার কার্য্য পরিচালনা করেন! কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। সাংস্কৃতিক সম্পাদিকা জিন্নাত হোসেন মৌসুমিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করতে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহন করার পরামর্শ দেওয়া হয়।
সভায় উপস্থিত সদস্যদের পরামর্শে ইনভেস্টমৈন্ট প্রোজেক্ট প্ল্যানিং নিয়ে বাপক আলোচনা হয়েছে ও পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এসোসিয়েশনের ওয়েবসাইটের উপর ইউসুফ মোহাম্মেদ সেখের মনোজ্ঞ প্রেজেন্টেশন শেষে এ্যড সংগ্রহ করে কিভাবে
অর্থ সংগ্রহ করা যায় তা নিয়ে ব্যাপক আলোচনা হয় !
সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে পরামর্শ মূলক বক্তব্য রাখেন ইন্জিঃ মকবুল মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সামাদ হাওলাদার, মতিন মুন্শী, মাশাউর রহমান, রেজা সাত্তার, ওয়ালিউল রেজা, আহমেদ সাইদ, ইমাম হোসাইন, জিন্নাত মৌসুমী ও ইন্জিঃ আবেদ !
সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সভাপতি জনাব ইউসুফ শেখ সবাই কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অবশেষে সাংগঠনিক সম্পাদক জনাব রেজা সাত্তার সবাইকে মজার মজার খাবার পরিবেশন করেন।
মিটিং এর খন্ড চিত্রঃ
২০২২-২০২৩ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন: গত ১৬ই অক্টোবর রোজ শনিবার সকাল ১১.৩০ মিনিটে স্কারবোরোতে বৃহত্তর ফরিদপুর সমিতি কানাডার এক সাধারণ সভা অনুষ্টিত হয় ! উক্ত সভায় বর্তমান কমিটিকে ধন্যবাদ জ্ঞাপনসহ মেয়াদ উত্তীর্ণ কমিটির পুনর্গঠন এবং সমিতির ভবিষ্যত কার্যাবলী নিয়ে উপস্থিত সকলে আলোচনায় অংশগ্রহণ করেন I ইউসুফ মোহাম্মদ সেখের সভাপতিত্তে সিরাজুল ইসলামের উপস্থাপনায় সভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সমিতির উপদেষ্টা আব্দুল হালিম মিয়া, এন আর বি টিভির সি ই ও শহিদুল ইসলাম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আলম মোড়াল, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, ইঞ্জিঃ নওশের আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ । সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সর্বজনাব আলম মোড়াল, মোস্তফা কামাল, শহিদুল ইসলাম মিন্টু এবং প্রকৌশলী নওশের আলীর সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয় I গনতান্ত্রিক পদ্ধতি মেনে কমিটি গঠন করার জন্য সব বক্তারা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচন কমিশন উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে আগামী ২০২২-২৩ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির নিম্নের গুরুত্বপূর্ণ পদগুলোর নির্বাচন সম্পন্ন করেন; ১। ইউসুফ মোহাম্মেদ সেখ - সভাপতি। ২। সিরাজুল ইসলাম - সাধারণ সম্পাদক ৩। শহিদুল ইসলাম - সিনিয়র সহ-সভাপতি ৪। রেজা সাত্তার - সাংগঠনিক সম্পাদক ৫। বিপুল দেবনাথ - অর্থ সম্পাদক অতঃপর নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী একটি পূর্নাংগ কমিটি গঠন করা হয় যা নিম্নরূপ; ১. সভাপতিঃ ইউসুফ মোহাম্মেদ সেখ। ২. সিনিয়র সহ-সভাপতিঃ শহিদুল ইসলাম। ৩. সহ-সভাপতিঃ *নাজমুল মুন্শী, *ইমাম হোসাইন, *মশিউর রহমান, *মতিন মুন্শী, *ইন্জি: মকবুল মোল্লা, *আনোয়ার হোসাইন, *শাহীন হায়দার। ৪. সাধারণ সম্পাদকঃ সিরাজুল ইসলাম। ৫. যুগ্ন সম্পাদকঃ *মোহাম্মদ চৌধুরী বিপ্লব। *মাশাউর রহমান। ৬. সাংগঠনিক সম্পাদকঃ রেজা সাত্তার। ৭. অর্থ সম্পাদকঃ বিপুল চন্দ্র দেবনাথ। ৮. আইন বিষয়ক সম্পাদকঃ বীর মুক্তিযোদ্ধা সামাদ হাওলাদার। ৯. সাংস্কৃতিক সম্পাদকঃ জিন্নাত হোসাইন মৌসুমী। ১০. যুগ্ন সাংস্কৃতিক সম্পাদকঃ শাওন ইউসুফ। ১১. ক্রীড়া সম্পাদকঃ নুর ই জামাল শিমুল। ১২. মহিলা বিষয়ক সম্পাদকঃ লাকী কাজী। ১৩ সমাজকল্যাণ সম্পাদকঃ আহমেদ সাইদ। নির্বাহী সদস্যঃ *রেজাউল কবির, *মমিন খান, *মোখতার হোসেন, *নুরুল কাদের, *মুনির আহমেদ, *ড: বদর উদ্দিন, *সায়েদুর রহমান রুবেল, *ওয়ালিউল রেজা, *ওমর ফারুক, *মোখলেসুর রহমান, *মনিরুজ্জামান, *হাবিবুর রহমান, *শহিদুল আলম লস্কর, *আসাদ হাকিম, *এ কাদের খান, *নাজমুল হাসান, *জহিরুল হক, *সালেহিন আহমেদ, *সেলিম রহমান, *তানজিদ ইসলাম *আমিনুর রহমান, *মোহাম্মদ আলী শাওন। ( সকল উপদেষ্টা এবং কমিটি মেম্বারদের পিকচার খুব শিগ্রই ওয়েবসাইটের "Our Team" Page এ পোস্ট দেয়া হবে ) মিটিং এর কিছু ছবিঃGREATER FARIDPUR ASSOCIATION OF CANADA |
|
গত ১৮ জুলাই, ২০২০ শনিবার ৭ টায় ইউসুফ শেখের সভাপতিত্বে গ্রেটার ফরিদপুর এসোসিয়েশনের কার্য্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়! গত ১৭ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা শরিফ সালাম এর মৃত্যুতে সভাপতি পদ খালি হয়ে যায়।
গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ও কার্য্যকরী কমিটির উপস্থিত সকলের সম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয় সিনিয়র সহ সভাপতি ইউসুফ শেখ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন!
ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইউসুফ শেখকে অভিন্দন জনান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সহিদুল ইসলাম, মশিয়ুর রহমান, মতিন মুনশী, বিল্পব চৌধুরী, রেজা সত্তার ও মো সিরাজুল ইসলাম ।
সভায় মরহুম শরিফ সালাম ভাইয়ের জন্য দোয়া পরিচালনা করেন সহিদুল ইসলাম । এ দোয়া অনুষ্ঠানে মরহুম শরীফ সালামের একমাত্র ছেলে সালমান শরীফ উপস্থিত ছিলেন।
নুতন ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ শেখ সবাইকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মোঃ সিরাজুল ইসলাম
সাধারন সম্পাদক
গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডা
গত ১৮ জুলাই, ২০২০ শনিবার ৭ টায় ইউসুফ শেখের সভাপতিত্বে গ্রেটার ফরিদপুর এসোসিয়েশনের কার্য্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়! গত ১৭ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা শরিফ সালাম এর মৃত্যুতে সভাপতি পদ খালি হয়ে যায়।
গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী ও কার্য্যকরী কমিটির উপস্থিত সকলের সম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয় সিনিয়র সহ সভাপতি ইউসুফ শেখ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন!
ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইউসুফ শেখকে অভিন্দন জনান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সহিদুল ইসলাম, মশিয়ুর রহমান, মতিন মুনশী, বিল্পব চৌধুরী, রেজা সত্তার ও মো সিরাজুল ইসলাম ।
সভায় মরহুম শরিফ সালাম ভাইয়ের জন্য দোয়া পরিচালনা করেন সহিদুল ইসলাম । এ দোয়া অনুষ্ঠানে মরহুম শরীফ সালামের একমাত্র ছেলে সালমান শরীফ উপস্থিত ছিলেন।
নুতন ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ শেখ সবাইকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মোঃ সিরাজুল ইসলাম
সাধারন সম্পাদক
গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডা
SHARIF SALAM
We miss you
শোক সংবাদ:
গভীর দু:খের সাথে জানানো যাচ্ছে যে গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অফ কানাডার প্রেসিডেন্ট বিশিস্ট মুক্তিযোদ্ধা শরীফ সালাম করোনা আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল ২০২০ সন্ধ্যা ৭:৫০ মি: টরন্টো, কানাডার মাইকেল গ্যারন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন! ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন! আমরা গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অফ কানাডার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি!
গভীর দু:খের সাথে জানানো যাচ্ছে যে গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অফ কানাডার প্রেসিডেন্ট বিশিস্ট মুক্তিযোদ্ধা শরীফ সালাম করোনা আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল ২০২০ সন্ধ্যা ৭:৫০ মি: টরন্টো, কানাডার মাইকেল গ্যারন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন! ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন! আমরা গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অফ কানাডার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি!
Our Memories with Former President
Bir Muktijoddha Sharif Salam
Bangla New Year Program at 9 Dawes Road on April 21, 2013
Event News:
https://www.youtube.com/watch?v=hLEbUlLZvsg
https://www.youtube.com/watch?v=hLEbUlLZvsg